যশোর

যশোর শিক্ষাবোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে এক পরীক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ১২৪৮

| February 22, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। অনুপস্থিত ছিলো এক হাজার ২৪৮ জন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করা সম্পন্ন হয়েছে।

তিনি জানান, ইংরেজি দ্বিতীয়পত্রে যশোর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিলো এক লাখ ৪৯ হাজার ৭৪ জন। পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৪৭ হাজার ৮২৬ জন। অনুপস্থিত এক হাজার ২৪৮ জন। পরীক্ষায় অংশ না নেয়া পরীক্ষার্থীদের মধ্যে খুলনায় ১৪১, বাগেরহাটে ৮২, সাতক্ষীরায় ৯৩, কুষ্টিয়ায় ১৪১, চুয়াডাঙ্গায় ১১৯, মেহেরপুরে ৭২, যশোরে ২১৩, নড়াইলে ৭৬, ঝিনাইদহে ২০৪ ও মাগুরায় ১০৭ জন রয়েছে।

এছাড়াও ঝিনাইদহের বেনিপুর ৩৩১ কেন্দ্রে একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo