Uncategorized

চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ও জরিমানা

| February 22, 2024

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় মাদক মামলায় আমিনুল ইসলাম (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুরের বাসিন্দা।

চুয়াডাঙ্গায় কারাগারে হাজতির মৃত্যু

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ নভেম্বরে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল দামুড়হুদা উপজেলার দর্শনার সুলতানপুর বসতিপাড়ার মাথাভাঙ্গা নদীর পাড়ে টিপু ডাক্তারের বাঁশঝাড়ের নিচে অভিযান চালায়। অভিযানে ২৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আমিনুল ইসলামকে আটক করে।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদফতরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী বাদী হয়ে দামুড়হুদা মড়েল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি আমিনুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

এ বিষয়ে আদালতের পিপি অ্যাডভোকেট বেলাল হোসেন বলেন, সব সাক্ষীর সাক্ষ্য এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হয়ায় আসামিকে সাজা ও অর্থদণ্ড দেয়া হয়।

স্বাআলো/এসআর

Shadhin Alo