Uncategorized

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ট্রাক চালক নিহত

| February 23, 2024

জেলা প্রতিনিধি, নাটোর: জেলাতে যাত্রীবাহী বাস এবং মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাছবাহী ট্রাকের চালক হাসিবুল ইসলাম শাকিল নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ট্রাকে থাকা তিন মাছ ব্যবসায়ী। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম শাকিল যশোর জেলার কোতোয়ালি থানার কুসুমদিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

এলাকাবাসী এবং পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া দুইটার দিকে বগুড়াগামী একটি মাছের পিকআপ গাড়ির সাথে নাটোরগামী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চালক হাসিবুল ইসলাম শাকিল মৃত্যুবরণ করে।

ছুটির দিনে সড়কে ঝরলো ১৬ প্রাণ

অপরদিকে ট্রাকে থাকা আরো তিনজন যশোর জেলার কোতোয়ালি থানার কুসুমদিয়া গ্রামের দিলীপ বিশ্বাসের ছেলে তরুণ বিশ্বাস (২৬), একই এলাকার বাবু ও রনি।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এদের মধ্যে আহত তরুণের অবস্থা আশঙ্কাজনক।

স্বাআলো/এসআর

Shadhin Alo