যশোর

যশোরে নিখোঁজের ২০ ঘন্টা পর শ্রমিকের লাশ উদ্ধার

| February 26, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে নিখোঁজের ২০ ঘন্টা পর ঘাট শ্রমিক কাইয়ুম হোসেনের (৩৩) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভৈরব নদের মহাকাল এলাকায় ঘাটে ভীড়ানো একটি কার্গো জাহাজের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের শ্যালক ইয়াসিন মোল্যা জানান, রবিবার সন্ধ্যার সময় তার দুলাভাই জাহাজ থেকে সার নামানোর সময় সিঁড়ির ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। রবিবার গভীর রাত পর্যন্ত তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। সোমবার দুপুরের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা নিখোঁজ হওয়া ঘাট শ্রমিক কাইয়ুমের লাশ উদ্ধার করে।

যশোরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, ছুরিকাঘাতে আহত ২

নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক নেতা ফালগুন মন্ডল জানান, তার ইউনিয়নের শ্রমিক, শুভরাড়া গ্রামের শরিয়ত উল্লার ছেলে কাইয়ুম হোসেন জাহাজ থেকে সার নামাতে গিয়ে ভৈরব নদে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার ২০ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাট শ্রমিকের লাশ দেখেন এবং তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo