যশোর

অভয়নগরে কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেলো শিক্ষকের

| February 26, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে কাভার্ডভ্যানর চাপায় ইন্তাজ আলী বিশ্বাস (৬৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) যশোর-খুলনা মহাসড়কের ভাঙ্গাগেট ট্রাক টার্মিনাল এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত ইন্তাজ আলী বিশ্বাস আমডাঙ্গা গ্রামের গ্রাম্য চিকিৎসক ও সাবেক শিক্ষক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাইপো হোসাইন।

যশোরে নিখোঁজের ২০ ঘন্টা পর শ্রমিকের লাশ উদ্ধার

হোসাইন জানান, প্রতিদিনের ন্যায় আমার চাচা আজ বিকালে আমডাঙ্গা থেকে ভ্যানে যোগে ভাঙ্গাগেট চেম্বারের উদ্দেশ্যে রওনা হলে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ কাভার্ডভ্যানটি আটক করে।

নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন বলেন, ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Shadhin Alo