Uncategorized

চুয়াডাঙ্গায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

| February 28, 2024

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথ অভিযান চালিয়েছে।

এসময় দুইটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জানান, বুধবার (২৮ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান তদারকিকালে গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ টেস্ট কীট, অপিরষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ ও টেকনোলজিস্টের সার্টিফিকেট না থাকায় ৩০ হাজার টাকা ও মদিনা ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকার কারনে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের উপর ১০ দফা নতুন নির্দেশনা

এসময় ১০ দিনের জন্য ক্লিনিক বন্ধ ঘোষণার কথা বলা হলেও স্থানীয়দের অনুরোধে তা মওফুক করা হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে আমারুল ডায়াগনস্টিক সেন্টার, মডার্ণ প্যাথলজী ও আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায়।

তিনি আরো জানান, যারা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও অভিযানের সময় কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০টি নির্দেশনার মধ্যে কোনো নির্দেশনা মানতে দেখেছেন কিনা এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাজিদ হাসান।

স্বাআলো/এসআর/এস

Shadhin Alo