Uncategorized

চুয়াডাঙ্গায় দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| March 3, 2024

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গায়: জেলায় দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক সময়ের আলোর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার স্থানীয় সাংবাদিকদের কার্যালয়ে আনন্দঘন পরিবেশে জেলা প্রতিনিধি মাহফুজ মামুনের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি।

প্রধান অতিথি রাজীব হাসান কচি বলেন, মাত্র পাঁচ বছরে সময়ের আলো পত্রিকা এদেশের পাঠকের মনে জায়গা করে নিয়েছে। আমিসহ চুয়াডাঙ্গার সংবাদকর্মীরা এ পত্রিকা আরো সাফল্য কামনা করছি।

এছাড়া সিনিয়র সাংবাদিক অধ্যাপক শেখ সেলিম, সিনিয়র সাংবাদিক এম এ মামুন, রিফাদ রহমান, মফিজ জোয়ার্দ্দার, জামান আখতার, হুসাইন মালিক ও সাইফ জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আলমগীর কবির শিপলু।

স্বাআলো/এস

Shadhin Alo