Uncategorized

সাধন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

| March 3, 2024

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁ থানার আলোচিত জমি ব্যবসায়ী সাধন মিয়া হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ও দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সেইসাথে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজনকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৩ মার্চ) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ চুতর্থ আদালতের বিচারক আক্তারুজ্জামান ভূইয়া এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৪ সালের ১৭ জুন জেলার সোনারগাঁ থানার একটি হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলাটি বেশ চাঞ্চল্যকর ছিলো। ভিকটিমের পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

জানা গেছে, ২০১৪ সালের ১৬ জুন রাতে সাধনকে গলাকেটে হত্যা করা হয়। সাধন একই এলাকার ফয়জুল হকের ছেলে।

জমি বিক্রি নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন সাধন। এছাড়া তিনি যুবলীগ নেতা রিপন হত্যা মামলার আসামি ছিলেন।

হত্যাকাণ্ডের পরের দিন নিহত সাধনের মা জয়তুন নেছা ২২ জনের নাম উল্লেখসহ একটি হত্যা মামলা করেন।

স্বাআলো/এসআর

Shadhin Alo