ঢাকা অফিস: ২০২৩ সালের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে ১২ দশমিক শূন্য ৪ শতাংশ বেশি পণ্য রফতানি করেছে বাংলাদেশ। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৫১৮ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে রফতানি হয় ৪৬৩ কোটি এক লাখ ৮০ হাজার ডলারের পণ্য।
সোমবার (৪ মার্চ) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পণ্য।
অর্থবছরের ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পোশাক রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭৭ শতাংশ। হোমটেক্সটাইল পণ্যের রফতানির প্রবৃদ্ধি ঋণাত্মক ২৯ দশমিক ৯৪ শতাংশ। কৃষি পণ্যের রফতানি প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৯ শতাংশ। পাট ও পাটপণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ৪ দশমিক ৬৮ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ১৪ দশমিক ৩৮ শতাংশ।
ইপিবির জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে তিন হাজার ২৮৬ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এছাড়া কৃষি প্রক্রিয়াজাত পণ্য রফতানি হয়েছে ৬৪ কোটি ডলারের। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৯ শতাংশ।
স্বাআলো/এস
