বাগেরহাট জেলা কারাগারের জেলার আব্দুল্লাহ আল আমিন বলেন, মাদক মামলায় কারাগারে থাকা সেলিম শেখ মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়া হলে, সেখানে তার মৃত্যু হয়।
তার স্বজনদের জানানো হয়েছে। তারা হাসপাতালে এসেছেন। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। তবে সেলিম শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ এম এম ফয়সাল ইসলাম স্বর্ণ। তিনি বলেন, রাতে সেলিম শেখ নামের একজনকে কারারক্ষিরা মৃত অবস্থায় নিয়ে আসেন। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। উল্লেখ্য এর আগেও একজন নাশকতা মামলার আসামীর কারাগারে মৃত্যু হয়েছে।
স্বাআলো/এস