বিনোদন

বিয়ে করলে মন ভেঙে যাবে অগণিত নারীর: জায়েদ খান

| March 9, 2024

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। কিছুদিন পর পরই নতুন নতুন ঘটনা দিয়ে আলোচনায় আসেন তিনি।

বিশেষ করে নারী বা বিয়েকেন্দ্রিক নানান মন্তব্য করে। সম্প্রতি ফের বিয়ে কেন্দ্রিক কথা বলে আলোচায় এসেছেন এই নায়ক।

জায়েদ খান বিয়ে করলে মন ভেঙে যাবে অগণিত নারীর। এমনটা মনে করেন তিনি। সেকারণেই আজো সিঙ্গেল আছেন। কেননা নিজের একার জীবন সুখী করে অসংখ্য ভক্তের হৃদয় ভেঙে দেয়ার পক্ষে নন তিনি। একাধিকবার কথাগুলো বলেছেন এ নায়ক।

এবার ফের বিয়ের প্রসঙ্গ তুলে গণমাধ্যমকে জায়েদ বলেন, এত নারীর মাঝে বিশেষ কাউকে আপন করে নিতে সাহস করছি না। তাহলে বাকি নারী ভক্তদের মন ভেঙে যাবে। সবাই থাকুক না আমার ভালোবাসায় আচ্ছন্ন হয়ে!

বিয়ে কবে করছেন জানতে চাইলে জায়েদ বলেন, ইনশাআল্লাহ, দেখা যাক। বিয়ে তো স্রষ্টার হাতে। তিনি যখন করাবেন তখন হবে। নিশ্চয়ই সেটা সুন্দরভাবে করবো। তবে শিরোনাম হতে চাই না অনেকগুলো বিয়ে করলেন জায়েদ খান। একটা বিয়ে নিয়েই সুন্দরভাবে কাটাতে চাই।

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ অভিনীত সিনেমা সোনার চর। রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। এটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। আরো অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ ও পাপিয়া মাহি প্রমুখ।

স্বাআলো/এসআর

Shadhin Alo