Uncategorized

মণিরামপুরে ট্রাকচাপায় মাদরাসাছাত্রী নিহত

| March 10, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে ট্রাকচাপায় সাবেরা ইয়াসমিন জান্নাত (৭) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে।

রবিবার (১০ মার্চ) যশোর-চুকনগর সড়কের ফকির রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবেরা ইয়াসমিন জান্নাত গোবিন্দপুর গ্রামের মৃত সেলিম হোসেনের মেয়ে।

সে ফকির রাস্তা উলামানগর কওমী মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিলো। এ ঘটনায় গাড়িসহ চালককে আটক করে স্থানীয়রা।

চালক মনির হোসেন খুলনার খালিশপুরের কাশিপুর এলাকার আব্দুস সালামের ছেলে। চালকসহ ট্রাক থানা হেফাজতে আছে।

মাদরাসার অধ্যক্ষ কামরুজ্জামান কাসেমী জানান, সাবিহা তার দাদী সেলিনা বেগমের কাছে থেকে আমাদের মাদরাসার শিশু শ্রেণিতে পড়তো। বাড়ি দূরে হওয়ায় মাদরাসার ভ্যানে করে সে আসা-যাওয়া করতো। রবিবার দুপুরে ছুটির পর ভ্যানে না উঠে সাবেরা হেঁটে রাস্তা পার হচ্ছিলো। এ সময় কেশবপুর থেকে ছেড়ে আসা একটি তেলের ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাবিহার মৃত্যু হয়েছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, চালকসহ ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo