Uncategorized

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

| March 17, 2024

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

রবিবার (১৭ মার্চ) জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর ১০৪ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন।

স্বাআলো/এসআর/এস

Debu Mallick