এবার এ নায়িকা জানালেন, গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারের সঙ্গে কাগজ-কলমে বিচ্ছেদ হয়েছে তার। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান মাহিয়া মাহি।
রাকিব-মাহির বিচ্ছেদ: কাল হলো এক এসএমএস
এ ব্যাপারে তিনি বলেন, আমরা দুইজনই চেষ্টা করেছি। কিন্তু চেষ্টার পরও যখন লাভ হয়নি, তখন সেই চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে সম্পর্কে থেকে তিক্ততা তৈরি হওয়ার থেকে বন্ধুত্ব থাকা ভালো। সে যেহেতু ফারিশের বাবা, তার সঙ্গে এখনো কথা হয় আমার, যোগাযোগ রয়েছে।
অভিনেত্রী বলেন, তার সঙ্গে ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন সেসব নিয়ে আলোচনা হয় এবং সে খুবই যত্নবান একজন মানুষ। তার সঙ্গে আমার যদিও সম্পর্ক নেই, কিন্তু সে সন্তান ফারিশের ব্যাপারে এতোটাই কেয়ারিং, আমার কাছে মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়া অনেক টাফ।
মাহিকে নিয়ে যে তথ্য ফাঁস করলেন স্বামী রকিব
এর আগে ফেসবুকে দেয়া ভিডিওবার্তায় এ তারকা বলেছিলেন, আমরা দুইজন মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা আছে। তবে রকিব খুবই ভালো একজন মানুষ। আমি সম্মান করি তাকে। সে খুব কেয়ারিং। আমরা দ্রুতই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। সেটা কীভাবে হবে তাও দুইজন মিলেই ঠিক করবো।
প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন। কিন্তু সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে তাদের। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর হতেই আলাদা হলেন এ নায়িকা।
স্বাআলো/এস