জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার চাটখিলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ইফতার ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
এছাড়া আরো ১৫ হাজার পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) একটিভ ফাউন্ডেশনের আয়োজনে চাটখিল পৌরসভার ৯টি ওয়ার্ডে এসব ইফতার, খাদ্য সামগ্রী ও শাড়ি লুঙ্গি বিতরণ করেন চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহ্বাজ জাহাঙ্গীর কবির।
এসময় আরো উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হাজী শাজাহান খান বাবুল, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান নান্টু ও পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ প্রমুখ।
স্বাআলো/এস
