জাতীয়

২৫ মার্চ ঢাকায় আসছেন ভুটানের রাজা

| March 23, 2024

ঢাকা অফিস: পাঁচ দিনের সফরে আগামী ২৫ মার্চ ঢাকায় আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তিনি স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নেবেন।

ঢাকা সফরকালে ভুটানের রাজা সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

সফরকালে জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, পদ্মা সেতু, আড়াইহাজার বিশেষ ইকোনমিক জোন, কুড়িগ্রাম বিশেষ ইকোনমিক জোন, সোনাহাট স্থলবন্দর প্রভৃতি পরিদর্শন করবেন।

ভুটানের রাজার এ সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া, কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে।

সফর শেষে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ২৯ মার্চ ঢাকা ত্যাগ করবেন।

স্বাআলো/এস

Debu Mallick