জাতীয়

প্রথম দিনেই বিক্রি হলো ১৩ হাজারের বেশি ট্রেনের টিকিট

| March 24, 2024

ঢাকা অফিস: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অনলাইনে ট্রেনের আগাম টিকিট বিক্রি আজ রবিবার (২৪ মার্চ) শুরু হয়েছে। এ দিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের সাড়ে ১৩ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী বেলা ১১টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের ১২ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে। ১২টা নাগাদ এটি ১৩ হাজার ছাড়িয়েছে।

এই অঞ্চলের মোট আসন সংখ্যা প্রায় ১৬ হাজার। মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় টিকিট ক্রয়ের জন্য ১৫ লাখ সাবস্ক্রাইবার ওয়েবসাইটে হিট করেছেন। এবার শতভাগ টিকিট অনলাইনে দেয়া হচ্ছে। কাউন্টার থেকে কোনো টিকিট প্রিন্ট করা হচ্ছে না।

এবার প্রথম ওটিপি সিস্টেম চালু করা হয়েছে টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করতে। বরাবরের মতো ঈদযাত্রা যেনো নির্বিঘ্ন হয় সে জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের সবার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার ঈদযাত্রা নির্বিঘ্নে হবে আশা করছি।

স্বাআলো/এসআর

Debu Mallick