খুলনা বিভাগ

খুলনায় মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত

| March 25, 2024

খুলনা ব্যুরো: খুলনার ডুমুরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল লতিফ (৫৬) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (২৫ মার্চ) খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রাজবাড়ী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

যশোরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে মা-মেয়ের আত্মহত্যা

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রাজবাড়ী মোড় নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন পার্শ্ববর্তী মঠবাড়ি গ্রামের আফাজ উদ্দীন মোড়লের ছেলে আব্দুল লতিফ। এ সময় চুকনগরের দিক থেকে ছেড়ে আসা দ্রুতগতি সম্পন্ন একটি মাইক্রোবাস তাকে স্বজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে যান। এতে তিনি মারাত্মক আহত হন, মুমূর্ষ অবস্থায় চিকিৎসার জন্য খুলনায় নেয়ার সময় পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন। মাইক্রোবাসটি পালিয়ে যেতে সক্ষম হয়।

চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানার ওসির নাম্বারে কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্বাআলো/এস

Debu Mallick