খুলনা বিভাগ

যশোরে ৪ কোটি টাকার সোনার বারসহ আটক ২, রিমান্ড

| March 27, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনা চোরাচালান মামলার দুই আসামিকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (২৭ মার্চ) বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এই আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শহিদুল্লাহ ও শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আলাউদ্দিনের ছেলে সুমন হোসেন।

যশোরে ৪ কোটি টাকার সোনার বারসহ দুই যুবক আটক

মামলার বিবরণে জানা গেছে, গত ১৮ মার্চ বিকেল ৩টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপশহর সাতক্ষীরা ঘোষ ডেয়ারির সামনে অভিযান চালিয়ে তিন কেজি ৩৬৫ গ্রাম সোনার বার ও একটি প্রাইভেটকারসহ ওই দুইজনকে আটক করা হয়। যার মূল্য ছিলো প্রায় চার কোটি টাকা। এই ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই কাজী আব্দুল মান্নান ওই দুই আসামিকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

স্বাআলো/এস

Debu Mallick