Uncategorized

৬ ঘণ্টা পর লাইনচ্যুত মালবাহী ট্রেন উদ্ধার

| April 9, 2024

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: জেলার দাড়িয়াপুরে লাইনচ্যুত মালবাহী ট্রেনটি উদ্ধার করা হয়েছে। আখাউড়া জংশন থেকে আসা উদ্ধারকারী ট্রেন মঙ্গলবার (৯ এপ্রিল) মালবাহী ট্রেনটিকে উদ্ধার করে।

তবে বন্ধ থাকা রেলপথের আপলাইনে ট্রেন চলাচল এখনো স্বাভাবিক হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার সাকিল জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ঢাকামুখী একটি মালবাহী ট্রেনের দুইটি চাকা লাইচ্যুত হয়। খবর পেয়ে আখাউড়া জংশন থেকে রিলিফ ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছালেও উদ্ধার শুরু করতে করতে ভোর চারটা বাজে। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাতটায় কাজ শেষ করে রিলিফ ট্রেনটি দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটিকে উদ্ধার করে আশুগঞ্জের তালশহর রেলস্টেশনে নিয়ে যায়। তবে আপলাইনের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত না হওয়া পর্যন্ত ট্রেনগুলো ডাউন লাইনে চলাচল করবে।

তিনি আরো জানান, মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় সিডিউল বিপর্যয়ে পড়া চট্টগ্রাম মেইল আড়াই ঘণ্টা বিলম্বিত হয়ে ভোর সাড়ে ছয়টায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়।

উদ্ধার কাজে আসা ট্রলিম্যান রফিকুল ইসলাম জানান,আমরা উদ্ধার কাজে এসে দেখতে পাই ট্রেনটি চাকার ব্রেকে সমস্যা ছিলো। এর কারণে ট্রেনের দুইটি চাকা লাইনচ্যুত হয়েছে। ইতোমধ্যে কাজ শেষ হয়ে গেছে। ট্রেনটি আশুগঞ্জের তালশহর নেয়া হয়েছে। সেখান থেকে মালবাহী ট্রেনের কিছু বগি সংযুক্ত করে ঢাকার দিকে রওনা দেবে।

স্বাআলো/এস

Debu Mallick