Uncategorized

বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস্ অ্যাসোসিয়েশনের সহসভাপতি হলেন যশোরের জবেদ আলী

| April 10, 2024

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস্ অ্যাসোসিয়েশনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন যশোর জেলা পরিষদ সদস্য জবেদ আলী। গতকাল ৯ এপ্রিল কমিটির সভাপতি বাবুল মিয়া ও সাধারণ সম্পাদক বিএম তৌফিক ইসলাম এই কমিটি অনুমোদন দিয়েছেন।

কমিটির আরো সহসভাপতি নির্বাচিত হয়েছেন এমএম অলিউজ্জামান, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, মাহামুদল করিম মাদু, মোস্তাক আহমেদ পলাশ, ইমাম হোসেন মোল্লা, আবুল কালাম আজাদ, আতিয়ার রহমান, সৈয়দ সার্জিল আহমেদ টিপু, আরিফুর রহমান খান ও জাকারিয়া কাওছার।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমিনুল ইসলাম আল আমিন, বিউটি কানিজ, ইসরাত জাহান পল্লবী, শাহানা ইসলাম শান্তনা, আব্দুল জলিল, আব্দুল হামিদ, মতিউর রহমান ও সাইতুল ইসলাম বাবু।

এছাড়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান, মনিরুজ্জামান ঝুমুর, আমান উল্লাহ, নাসিমা আক্তার, শওকত হোসেন ও টিপু সুলতান।

Debu Mallick