বিজ্ঞান ও প্রযুক্তি

হঠাৎ উধাও ফেসবুকের টাইমলাইন

| April 16, 2024

ফেসবুকে নিজের বা কোনো বন্ধুর প্রোফাইলে ঢুকলেই দেখা যাচ্ছে একটি লেখা, ‘নো পোস্ট অ্যাভেইলবল’।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে ব্যবহারকারীরা এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে ঠিক কী কারণে এই সমস্যা সে সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, ফেসবুকের সার্ভারে কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে এমনটা হয়েছে। যা কিছু সময়ের মধ্যেই সমাধান হবে। তার আগে নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে সবকিছু কোথায় গেলো, এই মর্মে পোস্ট দিচ্ছেন বাংলাদেশের ব্যবহারকারীরা। অধিকাংশরই কথা একই। টাইমলাইনে কিছুই দেখতে পাচ্ছি না।আপনাদেরও কী একই সমস্যা?

এক শিক্ষার্থী বলেন, পহেলা বৈশাখে আমার এক বন্ধু কী ছবি পোস্ট করেছে, তা দেখতে তার প্রোফাইলে যাই। কিন্তু গিয়ে দেখি কোন পোস্ট নাই। তাকে ফোন দিলে বলে, সে পোস্ট রিমুভ করে নাই। পরে আরেকজনের কাছে শুনে দেখি তারও একই অবস্থা।

প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন সাইট থেকে জানা যায়, মাঝেমধ্যেই এমন ত্রুটি দেখা দেয় ফেসবুকে। তবে তা আবার দ্রুত ঠিকও হয়ে যায়। আশা করা যাচ্ছে, এবারও তেমনটাই হবে।

স্বাআলো/এস

Debu Mallick