জাতীয়

নাফ নদ দিয়ে বাংলাদেশে ঢুকলো মিয়ানমারের ১৩ বিজিপি সদস্য

| April 19, 2024

জেলা প্রতিনিধি, কক্সবাজার: জেলার টেকনাফের নাইট্যংপাড়া সীমান্ত দিয়ে আবারো মিয়ানমারের ১৩ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে টেকনাফের নাফ নদ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেন তারা। পরে ওই বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, নাফ নদ সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এ সময় তারা কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন। পরে কোস্টগার্ড বিজিপি সদস্যদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) নিকট হস্তান্তর করেন।

উল্লেখ্য, ১ম ধাপে আগত প্রায় ৩০০ বিজিপি সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানোর পর ২য় ধাপে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে খণ্ড খণ্ড করে ২৭৪ জন বিজিপি ও সেনাসদস্য বাংলাদেশে প্রাণ বাঁচাতে আশ্রয় গ্রহণ করেছেন।

স্বাআলো/এস

Debu Mallick