খুলনা বিভাগ

কুষ্টিয়ায় পিস্তল ও গুলিসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক

| April 20, 2024

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া এলাকায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে অস্ত্র ও গুলিসহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে বহলবাড়ীয়া ইউনিয়নের খাদিমপুর স্কুল মাঠ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

আটক সোহেল রানা (৪৭) বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক।

শনিবার (২০ এপ্রিল) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তফা হাবিবুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বহলবাড়ীয়া এলাকায় মাদক অভিযানে যায় পুলিশ। এ সময় খাদিমপুর স্কুলের মাঠ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ সোহেল রানাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মিরপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোহেল রানা বর্তমানে যুবলীগের কোনো দায়িত্বে নেই বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন।

তিনি বলেন, সোহেল রানা বর্তমান কমিটির কেউ নন। তিনি উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক।

স্বাআলো/এস

Debu Mallick