Uncategorized

বাসচাপায় চুয়েটের ২ শিক্ষার্থীর মৃত্যু: আবারো সড়ক অবরোধ

| April 23, 2024

চট্টগ্রাম ব্যুরো: জেলার কাপ্তাই সড়কে বাসচাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আবারো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ এপ্যিল) সকাল ৯টা থেকে চুয়েটের সামনের সড়কে গাছ ফেলে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।

এতে করে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

গতকাল সোমবার বিকেলে কাপ্তাই সড়কে বেপরোয়া যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার সন্ধ্যা সাতটা থেকে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন। এ সময় শাহ আমানত গ্রুপের একটি বাসে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা। পরে আরো তিনটি বাস আটক করেন তারা।

স্বাআলো/এস

Debu Mallick