Uncategorized

চট্টগ্রামে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

| April 23, 2024

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগঠক ইমরান হোসেন ইমনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ছাত্রনেতা ইমন বলেন গাছের প্রয়োজনীয়তা আমাদের কাছে অপরিসীম। বৃক্ষ ছাড়া মানুষ বাঁচতে পারে না। গাছ থাকার কারণেই আমরা অক্সিজেন পাই, শ্বাস প্রশ্বাস নিতে পারি স্বচ্ছন্দে। তাছাড়া গাছের উপস্থিতি বহু প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। তাই পরিবেশ বাচাতে বেশী বেশী গাছ লাগান।

এতে আরো উপস্থিত ছিলেন, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা আলামিন শেখ ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা এস.এম. সাকিব ৭ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জুলহাজ, সাব্বির হোসেন ও অরপন বড়ুয়াসহ আরো অনেকে।

স্বাআলো/এস

Debu Mallick