Uncategorized

পটুয়াখালীতে মুক্ত গণমাধ্যম দিবস পালিত

| May 3, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগ উপযোগী আইন প্রনয়ন এবং সাইবার সিকিউরিটি আইন সংশোধনের দাবিতে পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পটুয়াখালী প্রেসক্লাব।

পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (৩ মে) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানবন্ধন চলাকালীন সময় পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাফর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকারিয়া হ্রদয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি জাকির হোসেন, স্বপন ব্যার্নাজী ও সাবেক সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ প্রমুখ।

এসময় তারা সাংবাদিক নির্যাতন বন্ধে যুগ উপযোগী আইন প্রনয়ন এবং সাইবার সিকিউরিটি আইন সংশোধনসহ মফস্বলে কর্মরত সংবাদকর্মীদের অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবি জানান।

১৯৯১ সালের ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেদর (বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস) স্বীকৃতি দেয়া হয়। ওই দিন থেকে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করে আসছেন গণমাধ্যমকর্মীগণ।

স্বাআলো/এস

Debu Mallick