খুলনা বিভাগ

বাগেরহাটে কৃষক হত্যা মামলার আসামি রুমি আটক

| May 12, 2024

আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় প্রকাশ্য দিবালোকে বৃদ্ধ কৃষক হাকিম জোমাদ্দার (৬২) হত্যা মামলার অন্যতম রুমি হাওলাদারকে (৩৮) চট্রগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আটক রুমি হাওলাদার উপজেলার গুয়াতলা গ্রামের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে মোড়েলগঞ্জ থানা পুলিশ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে আটক করে।

রবিবার (১২ মে) তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়।

বাগেরহাটে সড়কে ঝরলো ট্রাক হেলপারের প্রাণ

মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পরেই মূল আসামিরা এলাকা থেকে পালিয়ে যায়। পরে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের একজন রুমি জামাদ্দারকে গ্রেফতার করা হয়েছে। রুমি হাওলাদার এ মামলার প্রধান আসামি শহিদুল ইসলামের আপন ভাই। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল সকাল ৮টার দিকে গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে কৃষক আব্দুল হাকিম জোমাদ্দারকে (৬২) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিবেশি শহিদুল ইসলাম ও তার লোকজন। মারধরে নিহতের স্ত্রী, ছেলে ও ভাইসহ আরো সাতজন আহত হন।

এ ঘটনায় নিহতের ভাই হারুন জামদ্দার বাদী হয়ে ২৪ জনকে আসামি করে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় থানা পুলিশ অভিযান চালিয়ে মোট ছয়জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick