Uncategorized

বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

| May 12, 2024

আজাদুল হক, বাগেরহাট: জেলার কচুয়া উপজেলার গজালিয়া মাদারতলা এলাকায় আলমগীর হোসেন আলম (৫০) নামের একজন আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।

শনিবার রাতে এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় আলমগীর হোসেন আলমকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় মাদারতলা গ্রামের মৃত রোকন উদ্দিন হাওলাদারের ছেলে।

বাগেরহাটে কৃষক হত্যা মামলার আসামি রুমি আটক

হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা আলম ও তার স্বজনরা জানান, গত ৮ মে কচুয়া উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চারজন প্রার্থী ছিলেন। আলমগীর হোসেন আলম উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সরোয়ারের পক্ষে নির্বাচনী কাজ করেন। আর এই নির্বাচনকে কেন্দ্র শনিবার রাত ১২টার দিকে ১০/১২ জন সন্ত্রাসী মাদারতলা বাজার এলাকায় আলমগীর হোসেন আলমের উপর হামলা করে। হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।

গজালিয়া ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান নাসির জানান, ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমকে শনিবার রাতে সন্ত্রাসীরা কুপিয়েছে। তাকে রাতেই বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাটে সড়কে ঝরলো ট্রাক হেলপারের প্রাণ

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন রবিবার বিকেলে জানান, আলম হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Debu Mallick