লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১২ মে) মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম ও আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু প্রমুখ।
জেলা মহিলা বিষয়ক অধিদফতর মাগুরা এ সভার আয়োজন করে।
সভায় প্রত্যেক বক্তা বিশ্ব মা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশ নেন।
এ সময় শিক্ষার্থী, অভিভাবক, মমতাময়ী মা, বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস
