নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল দোয়াত কলম প্রতীক পেয়েছেন।
সোমবার (১৩ মে) জেলা নির্বাচন অফিসের হলরুমে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ দোয়াত কলম প্রতীক আনোয়ার হোসেন বিপুলের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারীসহ কর্মকর্তাবৃন্দ।
যশোরে একদিনে চেয়ারম্যান প্রার্থী বিপুলের পক্ষে লক্ষাধিক লিফলেট বিতরণ
দোয়াত কলম প্রতীক পাওয়ার পর নির্বাচন অফিসের নিচে আনোয়ার হোসেন বিপুলকে তার নেতাকর্মী, সমর্থক, ভক্তবৃন্দ স্বাগত জানান। দোয়াত কলম প্রতীক শিক্ষা, শান্তি, উন্নয়ন, অগ্রগতি ও অগ্রযাত্রার প্রতীক হিসেবে নেতাকর্মীরা ব্যাপক খুশি হন।

চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলসহ তার প্যানেলের ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনুর নাহার ঝুমুরকে স্বাগত জানান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, জেলা শ্রমিকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জবেদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুল হক মিন্টু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, জেলা ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক কামাল হোসেন পলাশ, সাবেক সহ-সভাপতি জামাল হোসেন শিমুল, জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, শরীফ এ মাসউদ হিমেল, যুবলীগ নেতা গাজী রাইয়ান মৌমন, ছাত্রলীগ নেতা তছিকুর রহমান রাসেল ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
শেখ জাহিদুর রহমান লাবু বৈদ্যুতিক বাল্ব ও বাশিনুর নাহার ঝুমুর ফুটবল প্রতীক পেয়েছেন।
স্বাআলো/এস