Uncategorized

মাগুরা সিদ্ধেশ্বরী মায়ের মঠ ও মন্দির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

| May 13, 2024

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরা শহরের নবগঙ্গা নদীর উপকণ্ঠে হাজার বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী সিদ্ধেশ্বরী মায়ের মঠ ও মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (১৩ মে) শ্রীশ্রী সিদ্ধেশ্বরী মায়ের মঠ ও মন্দিরের এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি হাসি কুরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বিরেন সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, নব-নির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রানা আমীর ওসমান।

প্রতি বছরের ন্যায় এবারো বাংলা বর্ষে মহেন্দ্রক্ষণে ৩০ শে বৈশাখ যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে শ্রীশ্রী সিদ্ধেশ্বরী মায়ের মঠ ও মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

হাজারও ভক্ত মণ্ডলী দিনব্যাপী উপবাস থেকে অঞ্জলি প্রদানের মাধ্যমে মায়ের চরণে পুষ্পার্ঘ নিবেদন করেন। দেশ ও জাতির কল্যাণ কামনা পূর্বক অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

স্বাআলো/এস

Debu Mallick