Uncategorized

মুক্তি পেলেন বিএনপি নেতা সোহেল

| May 13, 2024

জেলা প্রতিনিধি, নোয়াখালী: বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে তিনি কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে জামিনে মুক্তিলাভ করেন।

এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।

গত ৩১ মার্চ আদালতে জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় সোহেলকে।

স্বাআলো/এস

Debu Mallick