সম্পাদকীয়

নারী নির্যাতনের একি পাশবিক চিত্র!

| May 17, 2024

সম্পাদকীয়: বাগেরহাটের মোংলায় কেটলির গরম পানি নিক্ষেপ করে মুন্নি খাতুন (২৫) নামের একজন নারীর শরীর ঝলসে দেয়া হয়েছে। ১৫ মে রাতে এ ঘটনার পর পুলিশ গরমপানি নিক্ষেপকারী আব্দুস সাত্তার মোল্লা (৬৫) নামের একজন চায়ের দোকানদারকে গ্রেফতার করেছে।

মুন্নি খাতুন মোংলা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে বুধবার ৮টার দিকে মোংলা পৌরসভার পুরাতন মার্কেট এলাকায়।

শুধু বাগেরহাটের মুন্নি নয়, এভাবে একের পর এক নারী নির্যাতনের ঘটানা ঘটেই চলেছে। আমরা যেন আদিম যুগে ফিরে যাচ্ছি। প্রতিনিয়ত নারী নির্যাতনের যে ঘটনা ঘটছে তা রীতিমতো উদ্বেগজনক। গৃহবধূ থেকে স্কুলের ছাত্রী ও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। নির্যাতনের হররোজের যে চিত্র তা তুলে ধরা সম্ভব নয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি। এসব ঘটনায় প্রমাণ হয় আমাদের সমাজ অসুস্থ হয়ে গেছে। এটা সভ্য সমাজের লক্ষণ নয়।

আমাদের সমাজের কোনো একটা জায়গায় রোগ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেছি আমরা সবাই। ভুক্তভোগীদের মর্মযাতনা উপলব্ধি করে এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া যায় সে চিন্তা সমাজ বিজ্ঞানী, সরকার, রাজনীতিক
সমাজসেবী সবাইকে ভাবতে হবে। এ ভাবে কোনো সভ্য সমাজ চলতে পারে না। অব্যাহত এ অপরাধের কারণে একদিন দেখা যাবে এ জাতি অসভ্য জাতির কলঙ্ক তিলক ললাটে উঠেছে।

এক একটি নির্যাতনের ঘটনা ঘটছে আর বিভিন্ন জনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পত্র-পত্রিকায়। আর এ সব দেখে নির্যাতিতা এবং স্বজনরা স্বজনদের হা- হুতাশ করা ছাড়া কিছুই থাকছে না। সামাজিক ব্যবস্থার কারণে তাদেরকে
সারা জীবন কষ্টের বোঝা বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে।

বিভিন্ন সময় নারী নির্যাতনের বিচার দাবিতে আন্দোলন কম হয়নি। কিন্তু কিছুতেই থামছে না এ অপরাধ নির্যাতনকারীরা বেপরোয়া হয়ে উঠেছে।

কেন এমনটি হচ্ছে তা সমাজ বিজ্ঞানীরা ভালো বলতে পারবেন। কিন্তু এখনো এক শ্রেণির মানুষ নির্ভয়ে এই অপরাধটি একের পর এক করেই যাচ্ছে।

অপরাধীরা যেন আষ্কারা পাচ্ছে। অপরাধ ঘটাতে দুর্বৃত্তরা সাহস পাচ্ছে। ভুক্তভোগীদের মর্মযাতনা উপলব্ধি করে এর বিরুদ্ধে আরো কি ব্যবস্থা নেয়া যায় সে চিন্তা সমাজ বিজ্ঞানী, সরকার, রাজনীতিক সমাজসেবী সবাইকে ভাবতে হবে। এ ভাবে কোনো সভ্য সমাজ চলতে পারে না।

স্বাআলো/এস

Debu Mallick