Uncategorized

সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

| May 18, 2024

গোপালগঞ্জের কাশিয়ানীতে সেপটিক ট্যাংকির নির্মাণ সামগ্রী অপসারণের সময় অক্সিজেন সংকটে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) বেলা সাড়ে ১২টায় গোপালগঞ্জের কাশিয়ানী পূর্বপাড়া গ্রামের রেললাইনের পাশে আলমগীর হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ও কাশিয়ানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা লিডার রাকিবুল ইসলাম।

দুর্ঘটনায় নিহতরা হলেন, চাঁদপুরের সোলাইমান মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক সুমন মিয়া (৪৫) ও তার সহকারী গাইবান্ধা জেলার নাহিদ ইসলাম (২০)। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।

কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাশিয়ানী পূর্বপাড়া গ্রামের আলমগীর হোসেনের বাড়ির নির্মাণকাজ চলছে। আজ ওই দুই শ্রমিক নির্মাণ সামগ্রী অপসারণ করতে সেপটিক ট্যাংকির মধ্যে নামেন। এ সময় অক্সিজেন সংকটে তারা অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাদের অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ও কাশিয়ানী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ওই দুই শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকির মধ্য থেকে ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

স্বাআলো/এস

Debu Mallick