বিনোদন

নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এফডিসিতে শিল্পীদের মিছিল

| May 22, 2024

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সংকট যেন কাটছেই না। বিজয়ীদের বিরুদ্ধে আদালতে রিট করে আবারো নতুন আলোচনার জন্ম দিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। গণমাধ্যমে নবনির্বাচিত মনোয়ার হোসেন ডিপজলকে অশিক্ষিত বলেছেন তিনি। নিপুণের এ ধরনের কর্মকান্ডে বিরক্ত হয়ে তার শাস্তি দাবি করছেন শিল্পীরা।

শিল্পী সমিতির বৈঠক, নিপুণের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত

আজ নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এফডিসিতে মিছিল করেছেন শিল্পী সমিতির সদস্যরা। আজ বিকেলে এফডিসিতে ১৮ সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথাও জানা গেছে।

‘নিপুণের মতো লজ্জাহীন মহিলা জীবনে দেখিনি’

গত ১৯ এপ্রিল অনেকটা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এবার সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন।

স্বাআলো/এস

Debu Mallick