জাতীয়

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন

| May 28, 2024

ঢাকা অফিস: আগামী ২ জুন থেকে ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ১০ দিন আগে থেকে টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

মঙ্গলবার (২৮ মে) রেলভবনে ঈদুল আজহায় রেলে প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

এবারো অগ্রিম ও ফেরত যাত্রায় শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হবে।

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

মন্ত্রী জানান, ১২ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ক্যান্টনমেন্ট স্টেশন থেকে চলাচল করবে। তবে এই ট্রেন বিমানবন্দরে থামবে না। চাঁদ দেখার উপর নির্ভর করে ১৭, ১৮ ও ১৯ জুনের টিকিট বিক্রি করা হবে।

এসময় তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। ঈদ অগ্রীম ও ফেরত যাত্রায় আন্তঃনগর ট্রেনের সকল আসন বিক্রি শেষে কেবলমাত্র যাত্রীদের অনুরোধে ট্রেনে বরাদ্দকৃত সাধারণ শ্রেণীর মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এ সময় রেলমন্ত্রী বলেন, পশ্চিমাঞ্চলে কোরবানির পশু পরিবহনের জন্য ১২ থেকে ১৪ জুন ক্যাটল স্পেশাল ট্রেন-১ ও ২ পরিচালনা করা হবে। অন্যদিকে, পূর্বাঞ্চলে ২ জুন ক্যাটল স্পেশাল ট্রেন-১ ও ২ এবং ১৩ জুন ক্যাটল স্পেশাল ট্রেন-১ পরিচালনা করা হবে।

স্বাআলো/এস

Debu Mallick