জেলা প্রতিনিধি ,নড়াইল: নড়াইলে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় নড়াইল সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে প্রশিক্ষণ কেন্দ্রের সামনে উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আগে নড়াইল সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) এর হলরুমে তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ এ শ্লোগানকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টিটিসির অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক এম.এম আরাফাত হোসেন, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু , নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, আরএফ এল এর এইচআরএর এ্যাডমিন ডিপুটি ম্যানেজার নিখিল সহ অনেকে।
বক্তারা, স্বাস্থ্য সুরক্ষায় তামাকজাতদ্রব্য উৎপাদন ও ব্যবহার নিরুৎসাহিত করতে মানুষের মাঝে সচেতনতা গড়ে তোলার অনুরোধ জানান। কর্মসূচিতে সরকারী কর্মকর্তা, টিটিসির শিক্ষক, প্রশিক্ষনার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে।
পরে নড়াইল সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) এ অনুষ্ঠিত আরএফএল কোম্পানীর জব ফেয়ার এর উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীসহ অন্যান্য অতিথিরা। এই জব ফেয়ারের মাধ্যমে এক হাজার জনকে চাকুরী প্রদান
করবে আরএফএল গ্রুপ।
স্বাআলো/এস