খেলাধুলা

টি-টোয়েন্টির সবচেয়ে বড় তারকা সাকিব

| May 30, 2024

খেলাধুলা ডেস্ক: বিজ্ঞাপনে, বিলবোর্ডে কিংবা প্রচারণার কেন্দ্রবিন্দুতে- সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে পরিচিত মুখ, টি-টোয়েন্টির পোস্টারবয়। তার তারকাখ্যাতি আকাশচুম্বী, বাকিদের জন্য ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশের প্রায় সব অঙ্গন মিলিয়ে সাকিবের চেয়ে জনপ্রিয় কেউ কি আছেন? উত্তর দেয়া কঠিন হয়ে যাবে যে কারো জন্য।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত কোহলি

সাকিবের এই সাফল্যের পুরোটুকুর পেছনেই আছে ক্রিকেট। মাগুরার ফয়সাল থেকে এখন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার তিনি। দীর্ঘদিন সাকিব ছিলেন আইসিসির অলরাউন্ডার র‌্যাংকিংয়ের এক নম্বরে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মুখ সাকিবই।

টি-টোয়েন্টিতে শততম হারের রেকর্ড গড়েছে টাইগাররা

বয়স প্রায় ৩৮ হয়ে গেলেও এখনো পারফরম্যান্সের ধার কমেনি তার। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে নামলে একটি রেকর্ডও গড়বেন তিনি। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তিনি। ভারতের রোহিত শর্মাই কেবল সাকিবের সঙ্গে আছেন এই তালিকায়।

স্বাআলো/এস

Debu Mallick