খুলনা বিভাগ

শার্শায় যুবককে কুপিয়ে হত্যা

| May 31, 2024

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা লক্ষনপুর ইউনিয়নে হরিনাপোতা গ্রামে মুসা (৩০) নামে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মুসা হরিনাপোতা গ্রামের মৃত আতাল হকের ছেলে।

বৃহস্পতিবার (৩০ মে) তাকে কুপিয়ে আহত অবস্থায় রাস্তায় ফেলে তারা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাল থেকে বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু

হরিনাপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য হানিফ জানান, মুসা মান্দারতলা বাজারে একটি চায়ের দোকান বসেছিলো হঠাৎ দুইটি মাইক্রোবাস এসে মুসাকে এলোপাতাড়িভাবে দা দিয়ে কুপাতে থাকে। পরে মারা গেছে ভেবে মুসাকে ফেলে তারা চলে যায়। যাবার সময় দুইটি বোমা ফাটিয়ে যান বলে জানান ইউপি সদস্য।

এ ব্যাপারে শার্শা থানার পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, হরিনাপোতা গ্রামের মুসাকে কুপিয়ে হত্যার বিষয়ে শার্শা থানায় একটি মামলা হয়েছে।
মামলা নং ২৬।

স্বাআলো/এস

Debu Mallick