নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার হৈবতপুরের ললিতাদহ গ্রামে প্রতিপক্ষের হামলায় ছামিনুর ইসলাম অন্তর নামে একজন যুবক আহত হয়েছেন।
তিনি ওই গ্রামের মোহাম্মদ আমিনের ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরে চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ২
আহত অন্তর জানান, রবিবার (৯ জুন) কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে ফুড পার্ক নামে একটি রেস্টুরেন্টে বন্ধু ফাহিমকে নিয়ে খাওয়া দাওয়া করছিলেন তিনি। এ সময় পূর্বশত্রুতার জের ধরে সহিফ, সম্রাট, রাব্বি, শান্তসহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে রেস্টুরেন্ট থেকে বের করে নিয়ে এসে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্বাআলো/এস