খুলনা বিভাগ

যশোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটো রাইস মিলে, নিহত ২

| June 10, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুর উপজেলার বেলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অটো রাইস মিলে ঢুকে পড়ায় ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরো দুইজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ জুন) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমান (৮৫) ও ট্রাকের হেলপার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওভাটা এলাকার আনু মিয়া (৫০)।

যশোরে কিশোরকে কুপিয়ে জখম

পুলিশ জানিয়েছে, গাজীপুরের ট্রাক চালক নূরুল ইসলাম (৪২) গাজীপুর থেকে সরকারি প্রজেক্টের পানির ট্যাংক নিয়ে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি (ঢাকা মেট্রো- ড- ১২-০৪৪০) যশোরের মণিরামপুর উপজেলার বাঁধাঘাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এরপর ব্যাপারী রাইস মিলের গেটের সাইডে ঢুকিয়ে দেন ট্রাকটি। এসময় দোকানে চা পানরত অবস্থায় আব্দুর রহমান ও ট্রাকের হেলপার আনু মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন চালকসহ দু’জনকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ ট্রাক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ট্রাক চালক সামান্য আহত হয়েছেন। তাকে আটক করা হয়েছে।

স্বাআলো/এস/বি

Debu Mallick