জেলা প্রতিনিধি, পটুয়াখালী: প্রজননকালে বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সচেতনতায় প্রচারনা ও লিফলেট বিতরন করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
পটুয়াখালী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
বুধবার (১২ জুন) পটুয়াখলীর শিববাড়িয়া নদী এবং মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে মৎস্যজীবীদের সচেতন করতে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরন করা হয়। এসময় নিজামপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাকিব মেহবুবসহ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড জানায় প্রজননকালীন সময় বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই সকল প্রকার মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ, বোট, স্টেশন এবং আউটপোস্ট সমূহ সার্বক্ষণিক টহলের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
পটুয়াখালীতে ৪র্থ শ্রেনীর কর্মচারী সমিতির স্মারকলিপি
এছাড়াও সমুদ্র হতে মৎস্য আহরণে স্থানীয় জেলেদের নিরুৎসাহিত করার লক্ষ্যে ভোলা জেলার ইলিশা, মনপুরা ও তজুমুদ্দিন, পটুয়াখালী জেলার আলীপুর, মহিপুর ও রাঙ্গাবালী এবং বরগুনা জেলার পাথরঘাটা ও নিদ্রাসকিনা এলাকার বিভিন্ন ঘাটে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সুনীল অর্থনীতি সমৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ডের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বাআলো/এস