জাতীয়

ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

| June 16, 2024

ঢাকা অফিস: রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আলম হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (১৬ জুন) এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ট্রেনের টিকিটসহ ১২ কালোবাজারি আটক

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া আবু বক্কর সিদ্দিকী জানান, মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় চলন্ত ট্রেনে কাটা পড়েন আলম হোসেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত আলম হোসেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বটগ্রাম এলাকার সিরাজুল হকের সন্তান।

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় জানানো হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick