Uncategorized

বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

| June 21, 2024

জেলা প্রতিনিধি, ফরিদপুর: জেলার মধুখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০জন।

বৃহস্পতিবার (২০ জুন) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশাল বন্দর উপজেলার মৃত ইয়াসিন হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার ও ঝালকাঠির নলছিটি থানার মোবারকের ছেলে সুমন।

মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেন বলেন, পূর্বাশা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিলো। ফরিদপুরের মধুখালী বাজার এলাকা এলে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick