Uncategorized

পটুয়াখালীতে আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| June 23, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বর্ণ্যাঢ্য আয়োজনে পটুয়াখালীতেও বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগ বিস্তারিত কর্মসূচী হাতে নেয়।

রবিবার (২৩জুন) দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর শুভ সূচনা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মন্নান।

আ. লীগের ‘প্লাটিনাম জুবিলি’ প্রতিষ্ঠাবার্ষিকী আজ

এরপরে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা সহকারে স্থানীয় স্মৃতি সৌধে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসব কর্মসূচীতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

পরে শেরেবাংলা বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। এছাড়া সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (২৪ জুন) সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

স্বাআলো/এস

Debu Mallick