জাতীয়

ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

| June 24, 2024

ঢাকা অফিস: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় মাহমুদুল হাসান (৩০) ও এসএম তানজিম জয় (২৬) নামের দুই যুবক নিহত হয়েছেন।

রবিবার (২৩ জুন) কুড়িল বিশ্বরোডের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলস্টেশনের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা জানান, রবিবার কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পিছনের রেললাইনে কানে হেডফোন দিয়ে পার হচ্ছিলেন মাহমুদুল হাসান। এ সময় একতা এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত ওই যুবক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ওই যুবকের বাড়ি সাতক্ষীরার সদর উপজেলা ইটাগাছা গ্রামে

অন্যদিকে, রবিবার ( ২৩ জুন) কুড়িল বিশ্বরোড রেললাইন দিয়ে যাওয়ার সময় বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নিহত হন তানজিব জয় নামে ওই শিক্ষার্থী। তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার দর্জির মহল গ্রামে। তার বাবার নাম বাবুল আহমেদ। তিনি গ্রামের বাড়ি থেকে আজকে ঢাকায় আসেন। পরপরই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্বাআলো/এস

Debu Mallick