ধর্ম ও দর্শন

যশোরে মহররম মাসের তাৎপর্য ও আশুরার গুরুত্ব প্রসঙ্গে গণসচেনতা তৈরির লক্ষ্যে মানববন্ধন

| July 8, 2024

নিজস্ব প্রতিবেদক: মহররম মাসের তাৎপর্য এবং আশুরার গুরুত্ব প্রসঙ্গে গণসচেনতা তৈরির লক্ষ্যে এ মহান শোকের মাসকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ইমামিয়া পাক দরবার শরিফ যশোর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মহানবী (সা.) প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন ও তার অসহায় পরিবারের এবং সঙ্গী সাথীদের নির্মম ও হৃদয় বিদায়ক শাহাদতের মাস মহররম মাস।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইমাম হুসাইন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফিরোজ খান, মুড়লি ইমাম বাড়ির পেশ ইমাম মাওলানা ইকবাল হোসেন ও ইমাম হুসাইন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবু মুসা প্রমুখ।

স্বাআলো/এস

Debu Mallick