খুলনা বিভাগ

বেনাপোলে ২ কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

| July 10, 2024

মিলন হোসেন বেনাপোল: খুলনা ব্যাটালিয়ান ২১ বিজিবি এর অধীনস্থ পুটখালী ক্যাম্পের সদস্যরা ১৮পিস সোনার বার সহ লিমন হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে।মঙ্গলবার রাতে তাকে বারপোতা বাজার মোড় নামক স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়।যার ওজন দুই কেজি ১০০ গ্রাম।মূল্য দুই কোটি পনেরো লক্ষ টাকা।

সাতক্ষীরায় অস্ত্রসহ আটক ২

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল খুরশিদ আনোয়ার পিএসসি,ইঞ্জিনিয়ার্স,জানান, গোপন সংবাদে জানতে পারি একটি সোনা চালান ভারতে পাচার করার জন্য বারপোতা বাজারে একটি মোড়ে লিমন হোসেন নামে এক পাচারকারী অপেক্ষা করছে ।এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন।এ সময় তার কাছ থাকা মটরসাইকেলও জব্দ করা হয়।

বেনাপোল সীমান্তে গুলি ছুড়তে পারে বিএসএফ, সতর্ক থাকতে মাইকিং বিজিবির

আটক আসামীর ঠিকানা লিমন হোসেন (৩০) গ্রাম:পুটখালী পোস্ট : বালুন্ডা থানা: বেনাপোল পোর্ট জেলা :যশোর।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

স্বাআলো/এস/বি

Debu Mallick