Uncategorized

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

| July 13, 2024

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: জেলার রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে আয়ান নামে (৫) এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় রামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আঙ্গারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়ান রামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও আঙ্গারপাড়া এলাকার বাসিন্দা আহসান হাবিবের ছেলে।

আয়ানের বাবার বন্ধু দুলাল মোল্লা বলেন, আয়ানদের বাড়ির পাশেই তার নানার বাড়ি। বিকেলে আয়ান নানার বাড়ি যায়। সেখানেই অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি জানা নেই। পুলিশ পাঠিয়ে খোঁজ নেয়া হবে।

স্বাআলো/এস/বি

Debu Mallick